ittadi books

ইত্যাদি গ্রন্থ প্রকাশ

ittadi books

ইত্যাদি গ্রন্থ প্রকাশ

বাংলাEnglish

Your Cart

Your cart is empty.

রিটার্ন এবং রিফান্ড পলিসি

স্বাগতম ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এ। আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার চেষ্টা করি। নিচে আমাদের রিফান্ড এবং রিটার্ন নীতিমালা বিস্তারিতভাবে দেওয়া হলো।

রিফান্ড নীতিমালা

গ্রাহকের সন্তুষ্টিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিই। যদি কোনো কারণে আপনার অর্ডার সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে নিম্নোক্ত শর্তে অর্থ ফেরত দেওয়া হবে:

রিফান্ড পাওয়ার যোগ্যতা

  • যদি অর্ডারকৃত বই স্টকে না থাকে বা অর্ডার বাতিল হয়।
  • যদি নির্ধারিত সময়ের (৭–১০ কর্মদিবস) মধ্যে ডেলিভারি না হয়।
  • যদি অনলাইনে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়।
  • যদি ভুল বা ক্ষতিগ্রস্ত বই সরবরাহ করা হয়।

রিফান্ডের মাধ্যম

রিফান্ড গ্রাহকের ব্যবহৃত মূল পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে (বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার বা কার্ড পেমেন্ট)। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়।

রিফান্ডের সময়সীমা

সাধারণত ৭–১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন হয়। কিছু বিশেষ ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। নির্ধারিত সময়ে রিফান্ড না পেলে, আমাদের সাথে যোগাযোগ করুন info@ittadibooks.comএ।

রিটার্ন নীতিমালা

আমরা চাই আপনার কেনাকাটা হোক ঝামেলাহীন ও নিরাপদ। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বই ফেরত (Return) গ্রহণ করা হবে:

রিটার্ন গ্রহণযোগ্য কারণসমূহ

  • যদি অর্ডার অনুযায়ী সঠিক বই না পৌঁছায়।
  • যদি বই ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায় (ফাটা, ভেজা বা ছেঁড়া)।
  • যদি ছাপার গুরুতর ত্রুটি থাকে এবং বইটি পড়া অসম্ভব হয়।

রিটার্ন অগ্রহণযোগ্য হবে যদি

  • বইটি একাধিকবার ব্যবহার/পড়া হয়ে থাকে।
  • বইয়ের কভার বা পৃষ্ঠায় কোনো পরিবর্তন, লিখন বা ক্ষতি করা হয়।
  • গ্রাহক শুধুমাত্র মত পরিবর্তন করেছেন বা বইটি আর প্রয়োজন নেই।

ডেলিভারি চার্জ নীতি

যদি গ্রাহক ব্যক্তিগত কারণে (যেমন শুধু মত বদলানো) রিটার্ন করতে চান, তবে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে। বৈধ রিটার্নের ক্ষেত্রে (যেমন ভুল বা ক্ষতিগ্রস্ত বই), আমরা সম্পূর্ণ রিফান্ড / রিপ্লেসমেন্ট ও উভয় দিকের ডেলিভারি চার্জ কভার করবো।

রিটার্ন প্রক্রিয়া

  1. আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
  2. অর্ডার আইডি ও সমস্যার বিস্তারিত তথ্য দিন।
  3. অনুমোদনের পর রিটার্ন প্রসেস শুরু হবে।
  4. নির্দিষ্ট ঠিকানায় বই ফেরত পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

নোট: ইত্যাদি গ্রন্থ প্রকাশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় এই নীতিমালা পরিবর্তন করা হতে পারে।